বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

পাকিস্তানে উচ্চশিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে চবিতে "এডুকেশন এক্সপো" শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত

বুধবার, নভেম্বর ২৬, ২০২৫
পাকিস্তানে উচ্চশিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে চবিতে "এডুকেশন এক্সপো" শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত

আহসান হাবিব, চবি প্রতিনিধি:

পাকিস্তানের ১৫টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে  " এডুকেশন এক্সপো " শীর্ষক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

আজ বুধবার (২৬ নভেম্বর 
২০২৫) সকাল ১০.৩০ টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে "এডুকেশন এক্সপো" শীর্ষক প্রোগ্রামের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর প্রকল্পের আওতায় চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্সের (আইকিউএসি) সহায়তায় আয়োজিত চবি সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে দিনব্যাপী ১৫ বিশ্ববিদ্যালয়ের তাদের প্রতিনিধিরা তাদের বিভিন্ন কার্যক্রম (প্রোগ্রাম) সম্পর্কে স্টলের মাধ্যমে প্রদর্শনী করেন। পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি বৃত্তির (সম্পূর্ণ বিনা খরচে) ব্যবস্থা করবে। যার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা পাকিস্তানের ১৫টি বিশ্ববিদ্যালয়ে পূর্ণ স্কলারশিপে পড়ার সুযোগ পাবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার পাকিস্তান থেকে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের জন্য এটা একটা দারুণ সুখবর। উচ্চশিক্ষার জন্য বিদেশে শিক্ষার্থী বিনিময়, যত বাড়বে ততই শিক্ষার গুণগত মান বাড়তে থাকবে। কিছুদিন আগে আমরা চীনের সাথে চুক্তি করেছি, যার মাধ্যমে চীনে আমরা শিক্ষার্থী বিনিময় করতে পারবো। আজকের এ অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তানের উচ্চশিক্ষায় শিক্ষার্থী বিনিময় শুরু হবে। এটা অত্যন্ত ভালো। সংশ্লিষ্ট সকলকে এবং আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে এ উদ্যােগের সফলতা কামনা করেন উপাচার্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পাকিস্তানে উচ্চশিক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হয়েছে। আশা করি, শিক্ষার্থীরা এ সুযোগ ভালোভাবে কাজে লাগাবে। এর মাধ্যমে দুইদেশের উচ্চ শিক্ষা, গবেষণায় ফলপ্রসূ প্রভাব পড়বে বলে প্রত্যাশা করেন উপ-উপাচার্য (প্রশাসন)।

উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. এ.কে.এম. মাহফুজুল হক (মাহফুজ পারভেজ)। এতে আরও উপস্থিত ছিলেন চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন ও চাকসুর পরিচালক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, চাকসু ও হল সংসদের প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় পাকিস্তানের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশে পাকিস্তানের বর্তমান ডেপুটি হাই কমিশনার জনাব মুহাম্মদ ওয়াসিফ, ঢাকায় পাকিস্তান হাইকমিশনের দ্বিতীয় সচিব (সাংস্কৃতিক) জনাব আনিল আসগর প্রমুখ।

পাকিস্তান থেকে আগত প্রতিনিধিরা জানান, পাকিস্তান উচ্চ শিক্ষা কমিশন (Higher Education Commission-HEC), 'পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর' উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ 'আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপ' প্রদানের ঘোষণা দিয়েছে। এই স্কলারশিপটি ২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (Bachelor of Science) প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেবে, যা দুই দেশের মধ্যে শিক্ষাগত ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে। HEC-এর লক্ষ্য হলো এই কর্মসূচির মাধ্যমে একাডেমিক বিনিময় এবং পারস্পরিক শিক্ষাকে উৎসাহিত করা। স্কলারশিপের মূল বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ হলো, এই বৃত্তিটি শিক্ষার্থীদের সম্পূর্ণ আর্থিক নিশ্চয়তা প্রদান করবে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পূর্ণাঙ্গ টিউশন ফি কভারেজ, মাসিক রক্ষণাবেক্ষণ ভাতা, মাসিক হোস্টেল চার্জ এবং এককালীন সেটেলমেন্ট অ্যালাউন্স এবং অধ্যয়নকালে একবারের জন্য বিমান টিকিট।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল